জনতার ঢলে জমে উঠেছে ঢাকা-৪ এ ধানের শীষের প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে সহস্রাধিক ভোটার এবং নেতাকর্মীর সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা করেন ঢাকা-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষের কান্ডারী তানভীর আহমেদ রবিন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর নির্বাচনী আসন-৪ এর কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড মিষ্টির দোকান সংলগ্ন এলাকায় এ জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন।
এ সময় উপস্থিত বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে তিনি এমন একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে দিয়েছেন। এলাকার মানুষের এই ভালোবাসার জন্যই বার বার কারাবরণের পরও তাদের কাছে ফিরে আসা। এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন, আমার পরিবারের সদস্য। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি দিনরাত তাদের সেবার জন্য পরিশ্রম করবো। আমাদের মধ্যে কোন ফারাক থাকবে না। আমরা সবাই মিলেই সকল সমস্যা খুজে বের করবো এবং সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়ে সেটি সমাধান করবো।
নিজ এলাকার মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি জানতাম সবার সাড়া পাবো কারণ আমি তাদের সন্তান, এই মাটিতেই আমার জন্ম। সুতরাং জন্মগতভাবে তাদের সাথে আমার বন্ধন আছে। তবে সবাই মিলে এমনভাবে নেমে আসবে এটি আমার জন্য চাওয়ার চেয়ে অনেক বেশি পাওয়া। যেখানেই যাই প্রতিটি গলিতে সবাই পাশে থেকেছে, আশীর্বাদ করছে, নসিহত করেছে। আমি তাদের প্রতি সবসময় ঋণী থাকবো।
সবার সহযোগিতায় কাজ করার সুযোগ পেলে এলাকার জন্য নিজেকে উজাড় করে দিতে চান বলে তিনি বলেন, আমি জনপ্রতিনিধি নয় তাদের সন্তান হয়ে পরিবারের প্রয়োজনের কথা রাষ্ট্রের কাছে জানাতে যাব। যেখানে কাছে বা দূরের কোন সম্পর্ক নেই। আমার গুরুজন সবাই আমার পিতা মাতা সমতুল্য, সমবয়সী, কমবয়সি ভাইবোন। আমি তাদের দোয়া আর ভালোবাসার প্রাপ্তির জন্যই কাজ করবো।
হাজার লোকের সমাগম হলেও সবার প্রতি নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে রবিন বলেন, বিএনপি গণমানুষের দল, সুতরাং সেখানে লোক সমাগম হবে এটি বলার উপেক্ষা রাখে না। তবে আমাদের একটি বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আমাদের দ্বারা যেন একজন সাধারণ নাগরিকও কষ্ট না পাই।সর্বোপরি সবাইকে আইন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
ভিওডি বাংলা-সবুজ/জা







