• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শফিকুল আলম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে জনমতের জোয়ার

ধামরাই প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।

প্রেস সচিব বলেন, ‘মানুষ জানে—হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশেই হ্যাঁ ভোটের পক্ষে একটি স্পষ্ট জোয়ার তৈরি হয়েছে। মানুষ বুঝে গেছে, হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা অর্থ নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন পথে এগোবে, যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে।’

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করেছে যে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তিনি জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বুচাই পাগলার মাজার সম্পর্কে তিনি বলেন, ‘এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারিতে এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন। এই মেলা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। ইসলাম এই ভূখণ্ডে এসেছে পীর-আউলিয়াদের হাত ধরেই। মাজারে আঘাত করা নিন্দনীয়। কারও পছন্দ না হলে সেখানে না গেলেও ভাঙচুর বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের নির্দেশে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সম্প্রতি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাজারটি সংস্কার করা হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘সাংবাদিকদের ওপর যেকোনো হামলার নিন্দা জানানো উচিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব।’

তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সাংবাদিকরা সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।

মাজার পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই থানা পুলিশের সদস্যরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রথমবার ড্রোন ও ডগ স্কোয়াড
স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রথমবার ড্রোন ও ডগ স্কোয়াড
পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেম চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেম চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বসে শেখ হাসিনার মন্তব্য নিয়ে দিল্লিকে বার্তা দিয়েছেন
পররাষ্ট্র উপদেষ্টা: ভারতে বসে শেখ হাসিনার মন্তব্য নিয়ে দিল্লিকে বার্তা দিয়েছেন