তানভীর আহমেদ
এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন, আমার পরিবারের সদস্য

বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, এলাকার মানুষের ভালোবাসা ও আস্থাই তার রাজনীতির প্রধান শক্তি। এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন, জনগণের সেবা করাই তার জীবনের মূল লক্ষ্য।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর কমদতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের মিষ্টির দোকান এলাকায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, ‘আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে তিনি এমন একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে দিয়েছেন। এলাকার মানুষের এই ভালোবাসার জন্যই বারবার কারাবরণের পরও তাদের কাছে ফিরে আসি। এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন, আমার পরিবারের সদস্য।’
তিনি আরও বলেন, আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি দিনরাত তাদের সেবার জন্য পরিশ্রম করবো। আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না। আমরা সবাই মিলেই সকল সমস্যা খুঁজে বের করবো এবং এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়ে তা সমাধান করবো।

নিজ এলাকার মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানভীর রবিন বলেন, ‘আমি জানতাম সবার সাড়া পাবো কারণ আমি তাদের সন্তান, এই মাটিতেই আমার জন্ম। জন্মগতভাবেই তাদের সঙ্গে আমার বন্ধন আছে। তবে সবাই মিলেই এমনভাবে নেমে আসবে, এটা আমার চাওয়ার চেয়েও অনেক বেশি পাওয়া।’
তিনি বলেন, যেখানেই যাই, প্রতিটি গলিতে সবাই পাশে থেকেছে, আশীর্বাদ করেছে, নসিহত করেছে। আমি তাদের প্রতি সবসময় ঋণী থাকবো।

সবার সহযোগিতায় কাজ করার সুযোগ পেলে এলাকার জন্য নিজেকে উজাড় করে দিতে চান জানিয়ে তিনি বলেন, আমি জনপ্রতিনিধি নয়, তাদের সন্তান হয়ে পরিবারের প্রয়োজনের কথা রাষ্ট্রের কাছে জানাতে যাব। এখানে কাছে বা দূরের কোনো সম্পর্ক নেই। আমার গুরুজন সবাই পিতা-মাতা সমতুল্য, সমবয়সী ও কমবয়সীরা ভাইবোন। আমি তাদের দোয়া আর ভালোবাসার প্রাপ্তির জন্যই কাজ করবো।
নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাজার লোকের সমাগম হলেও আমাদের আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিএনপি গণমানুষের দল, তাই লোকসমাগম হবেই। তবে আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে যেন একজন সাধারণ নাগরিকও কষ্ট না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







