• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় ইভি চার্জিং নেটওয়ার্ক চীনে

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পি.এম.
চীনে দ্রুত সম্প্রসারিত হচ্ছে ইলেকট্রিক ভেহিকল চার্জিং অবকাঠামো-ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক ভেহিকল (ইভি) চার্জিং নেটওয়ার্কের মালিকানা এখন চীনের হাতে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ) জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ চীনে ইভি চার্জিং সুবিধার সংখ্যা ২ কোটির মাইলফলক অতিক্রম করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

এনইএ’র তথ্য অনুযায়ী, মাত্র ১৮ মাসের ব্যবধানে চীনে ইভি চার্জিং ইউনিটের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝিতে যেখানে চার্জিং পয়েন্ট ছিল ১ কোটি, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটিতে। এই দ্রুত সম্প্রসারণ চীনের পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

চার্জিং অবকাঠামো সম্প্রসারণে এক্সপ্রেসওয়েগুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছে চীন। বর্তমানে দেশটির এক্সপ্রেসওয়ে সার্ভিস এলাকার ৯৮ শতাংশের বেশি স্থানে ইভি চার্জিং পাইল স্থাপন করা হয়েছে। এনইএ জানিয়েছে, এসব এলাকায় মোট ৭১ হাজার ৫০০টির বেশি চার্জিং পাইল চালু রয়েছে, যা দীর্ঘপথে ইভি ব্যবহারকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে।

শহর ও গ্রামীণ পর্যায়েও সমানভাবে চার্জিং সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে চীনের ১৯টি প্রাদেশিক অঞ্চলে সব উপজেলা পর্যায়ে সম্পূর্ণ ইভি চার্জিং কাভারেজ বাস্তবায়ন করা হয়েছে। ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ছে।

এনইএ আরও জানায়, চীনে স্থাপিত প্রতিটি পাবলিক ইভি চার্জিং ইউনিটের গড় ক্ষমতা বর্তমানে ৪৬ দশমিক ৫ কিলোওয়াট, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, এই উচ্চক্ষমতাসম্পন্ন ও বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক চীনের ইভি বিপ্লবকে আরও গতি দেবে এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
ইউএইতে শীতের রেকর্ড: জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত
ভাইরাল ভিডিও: পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত