নির্বাচনী প্রচারণায় তৃতীয় দিন
রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

দলের নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বলো ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম হোটেল রেডিসনে ‘পলিসি ডায়ালগ’ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
দিনের কর্মসূচিতে পলোগ্রাউন্ড সমাবেশ শেষে ফেনী পাইলট কলেজ মাঠ, কুমিল্লা চৌদ্দগ্রাম, কুমিল্লা সুয়াগাজী, কুমিল্লা দাউদকান্দি, নারায়ণগঞ্জ কাঁচপুর বালুর মাঠে আয়োজিত সমাবেশে যোগদান শেষে রাতেই গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলগওলো আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনেই সাতটি জেলায় সমাবেশে যোগ দেন তিনি। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। প্রথম দিনে ১৬ ঘন্টায় ৭টি সমাবেশ শেষ করে ভোরে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান।
ভিওডি বাংলা/ এমএইচ







