• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানের প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিলেন, নির্বাচন ৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পি.এম.
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি -ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি দেশটির সংসদ ভেঙে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন ঘোষণা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জাপানের সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভাঙার চিঠি পাঠ করেছেন। ৪৬৫ আসনের নিম্নকক্ষের প্রার্থীরা এখন ১২ দিনের নির্বাচনী প্রচারণার সুযোগ পাবেন।

তাকাচি মাত্র গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন। তবে সম্প্রতি তিনি জানান, ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগাম নির্বাচন করানো প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাধারণ মানুষের সমর্থন অনেকটা হারিয়েছে। তাই তাকাচি তার ব্যক্তিগত জনপ্রিয়তা কাজে লাগিয়ে সরকারের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

বর্তমান সংসদে এলডিপি এবং বিরোধী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) এর মধ্যে আসনের ব্যবধান খুবই সামান্য। এই নিয়ন্ত্রণহীন পরিস্থিতি জাপানে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।

নির্বাচনের ফলাফলের ওপর এখন সমগ্র দেশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা গভীর নজর রাখছেন। আগাম নির্বাচন জাপানের রাজনীতিতে নতুন শক্তি ভারসাম্য এবং ক্ষমতার পুনর্বণ্টনের দিকে নির্দেশ দিতে পারে।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
ইউএইতে শীতের রেকর্ড: জাবেল জাইসে তাপমাত্রা নামে ০.২ ডিগ্রি সেলসিয়াসে
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
মোরাদাবাদে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত
ভাইরাল ভিডিও: পুলিশের হাত থেকে বাঁচতে নর্দমায় লুকিয়েছিলেন মাদকাসক্ত