জামায়াত আমির
বসন্তের কোকিলের রাজনীতি আমরা ঘৃণা করি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের অভিনয় করে, এরপর সাড়ে চার বছর তাদের খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, ‘ওরা পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয়, তখন সেটা উতলে ওঠে। বাকি সময় হারিকেন জ্বালিয়েও ওদের পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল—বসন্ত এলে কুহু কুহু করে, তারপর উধাও।’
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই রাজনীতিবিদদের মানুষের সঙ্গে, তৃণমূলের সঙ্গে, গরিব-দুঃখীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উড়ে এসে জুড়ে বসে। আমরা এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি।’
উত্তরবঙ্গ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং গরিব করে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো এই অঞ্চলের সঙ্গে আচরণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। সবার হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই।’
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা ভালোবাসার কার্ড চাই। আপনাদের দোয়া, সমর্থন আর ভালোবাসা দিয়ে বেকারত্বমুক্ত, দায়-দয়ামুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই না দেশের কোনো এলাকার মানুষ কারো দয়ার পাত্র হয়ে বেঁচে থাকুক।’
নদী প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা উত্তরবঙ্গকে চারটি বিশাল নদীর নেয়ামত দিয়েছিলেন—তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া। আজ আকাশ থেকে দেখে মনে হয়েছে, নদী নয়—মরুভূমি। কঙ্কালের মতো পড়ে আছে নদীগুলো। এই নদীগুলোকে খুন করা হয়েছে। এ দেশের কি কোনো মা-বাবা ছিল না? তাহলে আমার নদীগুলো মরে গেল কেন?’
ভিওডি বাংলা/ আ







