ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফিরছি: শাকিব খান

মেগাস্টার শাকিব খান সম্প্রতি এক ঝটিকা সফরে দেশের বিনোদন অঙ্গনে হইচই ফেলে দিয়েছেন। মাত্র ২৪ ঘণ্টার এই সফরে শ্রীলঙ্কার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি কক্সবাজারে পৌঁছান। পরদিনই সামাজিক মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন নায়ক।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফিরছি।” অর্থাৎ, সংক্ষিপ্ত বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়েই তিনি ফিরছেন নিজের ব্যস্ত কর্মজীবনে। এই ব্যস্ততা তার নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলাকালীন শাকিব খান কিছুদিন ধরে শ্রীলঙ্কায় ছিলেন। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ ঢাকার বিমানবন্দরে দেখা যায় তাকে, যেখানে তিনি ব্যক্তিগত হেলিকপ্টারে উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে।
সামাজিক মাধ্যমে শাকিবকে ফুল দিয়ে বরণ করার ভিডিও ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই ভাবেন, এই সফর কি নতুন কোনো সিনেমার ঘোষণা নিয়ে? পরে জানা যায়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে যোগ দেওয়ার জন্য তার সংক্ষিপ্ত সফর।
ফ্যানরা মনে করছেন, শাকিব খানের এই পোস্ট তার পেশাদারিত্বের বড় উদাহরণ। সংক্ষিপ্ত সফর হলেও তিনি নিজের কর্মসূচি এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখছেন। ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিবের এই ব্যস্ততা ও দায়িত্বশীলতা আগামী চলচ্চিত্রপ্রেমীদের জন্য দারুণ খবর।
ছোট সফর, দ্রুত সমাপ্তি, কিন্তু ভক্তদের মনে স্মরণীয় ছাপ রেখে যাওয়ার দক্ষতা-এটাই শাকিব খানের অনন্যতা। মেগাস্টার নতুন সিনেমার শুটিং ও ফ্যানদের সঙ্গে সংযোগের মাঝে ভারসাম্য বজায় রেখে চলেছেন।
ভিওডি বাংলা/জা







