নবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা সহ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে গাঁজা কুখ্যাত গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামে তার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ী কে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮) সহ ২০০ গ্রাম গাঁজা জব্দ সহ গাঁজা ব্যবসায়ী কে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ







