ঢাকা-৯ আসন
নিরাপদ, মানবিক ও উন্নত এলাকা গড়ার অঙ্গীকার হাবিবের

ঢাকা-৯ কে নিরাপদ, মানবিক ও উন্নত এলাকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিল। কিন্তু আধিপত্যবাদী শক্তি শহীদ জিয়াকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীতে ঢাকাস্থ মঠবাড়ীয়া একতা কাঠ ব্যবসায়ী মালিক সমিতি উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কারাবরণ করেছেন। বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন, তবুও এদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে কখনো আপোষ করেননি।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ও নেত্রী, কারণ তারা দেশের স্বার্থে কখনো তাবেদার শক্তি কিংবা স্বৈরাচারের কাছে মাথা নত করেননি।
হাবিব আরও বলেন, বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে চান। তিনি ৩১ দফার ভিত্তিতে একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। এই ৩১ দফায় ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণীসহ সব পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, ক্রীড়া, পরিবেশসহ সকল ক্ষেত্রে মেধা ও যোগ্যতার বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান।

ঢাকা-৯ আসনের অবহেলার চিত্র তুলে ধরে হাবিব বলেন, ঢাকা সিটির মধ্যে সবচেয়ে অবহেলিত একটি এলাকা হলো ঢাকা-৯। এখানকার মানুষ চিকিৎসা, শিক্ষা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক এলাকায় হাঁটাও কঠিন। শিশুদের বিকাশের জন্য কোনো খেলার মাঠ নেই, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মারাত্মক অভাব রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-৯ কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে চান তারা। এ প্রসঙ্গে তিনি দলের অবস্থান স্পষ্ট করে বলেন,যারা সন্ত্রাস বা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, প্রমাণ পাওয়া গেলে শুধু দল থেকে বহিষ্কারই নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে তা শুধু একটি দলের সরকার হবে না, বরং তা হবে জনগণের সরকার, যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শতাধিক মিথ্যা মামলার আসামি হয়েছি, সাতবার কারাগারে গিয়েছি, তবুও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যাইনি।
সবশেষে তিনি ঢাকা-৯ এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ ঢাকা-৯ হবে একটি নিরাপদ, মানবিক ও উন্নত এলাকা।
ভিওডি বাংলা/ সবুুজ/ আরিফ







