• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান

দিনাজপুর প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পি.এম.
দিনাজপুরে ১০ দলীয় ঐক্যের জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বড় উচ্চমূল্যে কেনা আজকের এই পরিবেশ। কেউ নির্বাচনে সন্ত্রাস করবেন না। ভোট জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাও করবেন না।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে ১০ দলীয় ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশু এবং ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সরকারি প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনারা কারও পক্ষ নেবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে একটি শিশু জন্মের সঙ্গে সঙ্গেই তিনটি অধিকার পাবে—বাঁচার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার ও শিক্ষার অধিকার।’ এ তিন উপাদানে গড়ে ওঠা নাগরিক কখনো চাঁদাবাজ, মাদকসেবী বা সন্ত্রাসী হবে না বলে মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফুটপাতের ভ্যান থেকেও চাঁদা নেওয়া হয়—এটা লজ্জাজনক। জামায়াত চাঁদা নেয় না এবং কোনো চাঁদাবাজকে টাকা দেবে না।’

দিনাজপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে। পাশাপাশি গ্যাসের সম্ভাবনা যাচাইয়ে বৈজ্ঞানিক জরিপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া ক্ষমতায় গেলে আম ও লিচুর ফুড প্রসেসিং শিল্প, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সংরক্ষণাগার গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

পরে তিনি দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদসহ অন্যরা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বসন্তের কোকিলের রাজনীতি আমরা ঘৃণা করি
জামায়াত আমির বসন্তের কোকিলের রাজনীতি আমরা ঘৃণা করি
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ