• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শফিকুল আলম

১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই

মানিকগঞ্জ প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পি.এম.
মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের ১৬ বছরে দেশের মানুষ একটি ভালো নির্বাচন দেখার সুযোগ পায়নি। কখনো সকালে ভোট দিতে গিয়ে দেখা গেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, আবার কখনো ভোটারদের সামনেই ব্যালট বাক্স সরিয়ে নেওয়া হয়েছে। এসব অভিজ্ঞতার কারণেই দেশের মানুষ এখন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গড়পাড়া ইমামবাড়ির খাদেম ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুর রহমান বাবু, পীরজাদা শাহজাদা রহমান বাঁধন এবং পীরজাদা শাহজাদা তাজিনুর রহমান তাজ। 

শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে তিনি বলেন, নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের আলোচনার পরই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দীর্ঘ আলোচনার ফল হিসেবেই জুলাই সনদ সামনে এসেছে। সেই সনদের পক্ষেই এখন ‘হ্যাঁ’ ভোট দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিচ্ছে, যদিও নিজেদের প্রচারণা নিয়ে তারা কিছুটা ব্যস্ত থাকতে পারে। সরকার দেশের সর্বস্তরের মানুষের কাছে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে, যাতে জনগণ বুঝতে পারে কেন এই ভোট দেওয়া জরুরি।

প্রেস সচিবের ভাষায়, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যেন দেশে আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসনের পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের ব্যাংকের টাকা লুটপাট না হয়—এটাই এই গণভোটের মূল উদ্দেশ্য।

মিডিয়া সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তথ্য অধিকার আইনকে আরও সহজ ও কার্যকর করা হয়েছে। তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার ১৮ মাস ধরে দায়িত্ব পালন করছে। এই সময়ের মধ্যে সব সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। তবে যেসব বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে।

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী। বিচারগান ও বিচ্ছেদ গানে শিল্পীরা নানা ধরনের বক্তব্য দেন। তবে কিছু ইউটিউবার পুরো গান প্রকাশ না করে মুখরোচক অংশ কেটে প্রচার করেন, যা বিভ্রান্তি ও সামাজিক উত্তেজনা সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বসন্তের কোকিলের রাজনীতি আমরা ঘৃণা করি
জামায়াত আমির বসন্তের কোকিলের রাজনীতি আমরা ঘৃণা করি
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ