• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষ জয়ী হলেই গণতন্ত্র জয়ী হয়: মঈন খান

নরসিংদী প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পি.এম.
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা এলাকায় গণসংযোগকালে ড. আব্দুল মঈন খান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহিদ জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। পরে ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পরবর্তীতে দেশে বাকশাল কায়েম হলে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নেয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করে। তিনি বলেন, ‘আমাদের নেত্রী যদি আপস করতেন, তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারত।’ তবে দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের লোভ উপেক্ষা করে আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেড় যুগ ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তাদের প্রথম ভোট হবে বাংলাদেশ পুনর্গঠন ও উন্নত দেশ গড়ার ভোট। তরুণরা এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, তাদের একটি ভোটই দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।

শেষে তিনি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
শফিকুল আলম ১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই