• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে গুলিবর্ষন ও চাঁদাবাজির মামলায় আটক ৪

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাট নিয়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আকাশ নামে এক শ্রমিক গুলিবিদ্ধের ঘটনায় তিনজন ও চাঁদাবাজির মামলায় একজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১ টার দিকে যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকা থেকে শ্রমিক আকাশের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পৃথক ঘটনায় চার জনকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আহত যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুণ্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক। 

এছাড়াও ওইদিন রাত সাড়ে ১২টার দিকে যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার নিয়ামত আলীর ছেলে আশিক (২০) ও হিরু প্রামাণিকের ছেলে মানিক (২১), খোকসার আজাইল এলাকার মজনুর ছেলে রাকিবুল ইসলাম (২১) এবং আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কুঠিপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চেয়ারম্যানের ছেলে সম্রাটকে (৩৩) চাঁদাবাজির মামলায় আটক করা হয়। 

জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংকৃত বালু সৈকত এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করে গত বৃহস্পতিবার কিস্তির প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন উপজেলা যু্বদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও তার সহযোগীরা। তারা বৃহস্পতিবার সন্ধায় বালু অপসারণের কাজ শুরু করলে শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লাসহ তার লোকজন পথে গাড়ি আটকে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই মধ্যে গভীর রাতে ট্রাকে এসে দুর্বৃত্তরা প্রথমে শ্রমিকদল নেতার বাড়ির গেটে এবং পরে লালনবাজার এলাকায় শ্রমিক আকাশের বাঁ পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

আহত আকাশের স্বজন সুজন আলী জানান, রাতে লালনবাজারে চা খেতে গিছিলাম আমরা কয়েকজন। তখন হঠাৎ বালু টানা গাড়িতে কয়েকজন এসে আকাশের মাজার নিচে গুলি করে চলে যায়। কাউকে চিনতে পারেননি বলে জানান। 

বালু ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, সরকারী নিয়ম মেনে টাকা পরিশোধ করে বৃহস্পতিবার থেকে বালুকাটা শুরু করেছি। কে বা কারা কেন গুলি করেছে তা জানা নেই। তাঁর ভাষ্য, তৃতীয় কোনো পক্ষ এলাকার পরিস্থিতি অশান্ত করতে এ ঘটনা ঘটাতে পারে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে লালন বাজার সংলগ্ন বালু মহলে গুলাগুলির ঘটনায় একজন আহত হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে লালন বাজার থেকে ৩ জনকে আটক করে। অপরদিকে গড়াই নদী ও পদ্মা নদী সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও সন্ত্রাসী বাহিনীদের সাথে যুক্ত থাকাই সম্রাট নামের একজনকে আটক করা হয়। পরবর্তীতে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
শফিকুল আলম ১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই