পাংশা
দিনব্যাপী যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির প্রচারণা সভা

রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাংশা শাখার নির্বাচনী পরিচালনা কমিটির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সরিষা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন।
এছাড়া বক্তব্য রাখেন সরিষা ইউনিয়ন যুবদল নেতা মো. শরিফুল ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. মোক্তার হোসেন, মো. মনিরুজ্জামান মনির, শামসুল আলম শিমু ও মো. বাদশা প্রামানিক প্রমুখ।
এসময় উপজেলা ও সরিষা ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বহলাডাঙ্গা বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। দুপুরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট এলাকায় কসবামাজাইল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
এদিন বিকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর বাজার এলাকাতেও নির্বাচনী প্রচারণা চালানো হয়।
সুজানগর বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রচারণা সভায় বক্তব্য রাখেন বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, বাবুপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ও মো. কায়সার আলী, বিএনপি নেতা মো. কুদ্দুস লস্কর, যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যুবদল নেতা আবু তালেব, বাবুপাড়া ইউনিয়ন যুবদল নেতা মো. মাহফুজুর রহমান, শিকল যুব সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান সুজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।
সভা শেষে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের পক্ষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ







