রাঙ্গাবালী
কৃষক লীগ নেতাসহ ৩০ জনের বিএনপিতে যোগদান

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। নবযোগদানকারীদের মধ্যে হিন্দু ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের দুইজন রয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় নবযোগদানকারীরা ফুল দিলে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলার মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
ভিওডি বাংলা/ মোঃ কাওছার আহমেদ/ আ







