• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালী

কৃষক লীগ নেতাসহ ৩০ জনের বিএনপিতে যোগদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পি.এম.
কৃষক লীগ নেতাসহ ৩০ জনের বিএনপিতে যোগদান। ছবি: ভিওডি বাংলা

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। নবযোগদানকারীদের মধ্যে হিন্দু ১০ জন এবং  রাখাইন সম্প্রদায়ের দুইজন রয়েছেন।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

‎এ সময় নবযোগদানকারীরা ফুল দিলে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

‎বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলার মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

‎এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার আহমেদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
শফিকুল আলম ১২ ফেব্রুয়ারি ভালো নির্বাচন হবে, কোনো শঙ্কা নেই
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
নির্বাচনে সন্ত্রাস ও কারচুপি নয়: শফিকুর রহমান
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই
মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে উধাও জামাই