• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ এ.এম.
মরহুম আরাফাত রহমান কোকো-ছবি-ভিওডি বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানায়, সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আরেকটি দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব