• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপ অনিশ্চয়তায় বিসিবিকে বিশেষ অনুরোধ শান্তর

স্পোর্টস ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ এ.এম.
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসে রাখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে খেলতে না পারলে ক্রিকেটারদের জন্য একটি মানসম্মত বিকল্প টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি।

বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত। শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তার নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা উৎসবের মধ্যেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন এই বাঁহাতি ব্যাটার।

শান্ত বলেন, “যদি আমরা বিশ্বকাপে খেলতে না পারি, তাহলে বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে—আমাদের জন্য যেন আরও একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে সবাই খেলার সুযোগ পাবে এবং বাইরের বিষয়গুলো সামলে মাঠের ক্রিকেট সচল রাখা সম্ভব হবে।”

তিনি আরও জানান, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না থাকলে ক্রিকেটারদের ফর্ম ও আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। তাই বিকল্প প্রতিযোগিতা আয়োজন করলে জাতীয় দলের ক্রিকেটাররা ছন্দে থাকতে পারবেন বলে মনে করেন তিনি।

এ সময় ঢাকার ঘরোয়া ক্রিকেট নিয়েও নিজের মতামত তুলে ধরেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। শান্ত বলেন, “ঢাকার ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বোর্ডকে অনুরোধ করব, আগের আসরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে লিগ আয়োজন করা হোক।”

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ধারাবাহিক ম্যাচ প্র্যাকটিসে রাখার ওপর জোর দিয়ে দেওয়া শান্তর এই প্রস্তাব এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়। ক্রিকেটপ্রেমীদের নজর এখন বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ