• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ প্রকাশিত হচ্ছে এনসিপির নির্বাচনী থিম সং

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং শনিবার প্রকাশ করা হবে। রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে জাতীয় জাদুঘরের সামনে উন্মুক্ত পরিসরে এই থিম সং লঞ্চের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে মাদুর পেতে জনসমাগমের মধ্য দিয়ে থিম সং প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে।

এ বিষয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় আমরা আমাদের দলের নির্বাচনী থিম সং প্রকাশ করব। পাশাপাশি গণভোটকে সামনে রেখে আলাদা আরেকটি থিম সংও প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে-যারা পারবেন, তারা যেন সেখানে উপস্থিত হন।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এনসিপির থিম সংগুলোতে দেশের সার্বিক বাস্তবতা ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরা হবে। কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করা হয়েছে এই থিম সং।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের মাঠে জনগণের সঙ্গে আবেগী ও সাংস্কৃতিক সংযোগ তৈরির লক্ষ্যেই এই থিম সং প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব