দিল্লিতে প্রকাশ্যে আ’লীগ নেতাদের সংবাদ সম্মেলন

ভারতের দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা।
দিল্লির ‘ফরেন করেস্পন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’ (এফসিসি) আয়োজিত এই অনুষ্ঠানটি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণও শোনানো হয়।
এখানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে বিগত বছরের ঘটনাবলির ‘নিরপেক্ষ তদন্তের’ দাবি, যাতে ‘খাঁটি সত্য’ উদঘাটিত হয়।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতা-কর্মী এবং সাংবাদিকদের ওপর আক্রমণ ইত্যাদি বিষয়ও তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে আনা উদ্দেশ্য।
বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে উপস্থিত ছিলেন, আর প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।
জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের রাজধানী শহরে এমন পরপর দুই সংবাদ সম্মেলনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরও ভারতের সংবাদমাধ্যমে অনেক আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার দিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইমেলের মাধ্যমে বিবিসিসহ বিভিন্ন ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন।
ভিওডি বাংলা/জা







