• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের বরিশাল সফর ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী জনসভা ২৬ জানুয়ারির পরিবর্তে এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, “দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা বরিশালে আসছেন। জনসভা ঘিরে দলের প্রস্তুতি চলছে। দলের নেতাকর্মীরা মিছিল ও সভা আয়োজনের মাধ্যমে তাকে বরণ করার জন্য প্রস্তুত।”

মজিবর সরোয়ার আরও জানান, তারেক রহমানের আগমন নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন।

শেষবার ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারম্যান হিসেবে তিনি বরিশালে আসছেন, যা এলাকায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে দল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব