‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান শেষে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। গভীর রাত পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রমাণ।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচনী প্রচারণা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন। এ সময় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের পরামর্শ শুনবেন।
এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে যাত্রাপথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। পরবর্তীতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। একই দিনে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের সমাবেশে যোগ দিয়ে দিনশেষে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে তারেক রহমানের পাশাপাশি অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রতিযোগিতায় দেশব্যাপী প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন, যাদের মধ্য থেকে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে ১০ জন বিজয়ী নির্বাচিত হন।
মাহ্দী আমিন বলেন, নির্বাচনসংক্রান্ত তথ্য প্রদান ও নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য বিএনপির ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু রয়েছে। এ হটলাইনের মাধ্যমে জানা গেছে, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করছে।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের দেওয়া হবে। এ বিষয়ে কেউ প্রতারণার শিকার হলে দলকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা-সবুজ/জা







