• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ড বিতরণ করা হচ্ছে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পি.এম.
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনে ফ্যামিলি কার্ড বিতরণের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, কিছু মহল মানুষের দারিদ্র্যকে পুঁজি করে ভুয়া কার্ড বিলিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এদিন ঢাকা-৮ আসনের আওতাধীন শান্তিনগর ছাড়াও আমিনবাগ ও চামিলিবাগ এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে সকালে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সাময়িক বিরতির পর আবারও প্রচারণায় অংশ নেন এবং শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। অসুস্থতার মধ্যেও মাঠে থাকার সিদ্ধান্তকে ভোটারদের প্রতি দায়িত্ববোধ হিসেবেই উল্লেখ করেন তিনি।

গণসংযোগকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উসকানি দিচ্ছে। “একদল ভিতু হয়ে আমাদের ওপর ময়লা পানি ও ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে,”—বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তার রাজনীতি প্রতিশোধ বা বিভাজনের নয়, বরং সমস্যা সমাধানের রাজনীতি। নির্বাচিত হলে ঢাকা-৮ আসনের দোকানপাট, বাজারব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নাগরিক সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে নাসীরুদ্দীন পাটওয়ারী সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকার মানুষ পরিবর্তন চায়। ভয় বা প্রতারণা দিয়ে আর তাদের দমিয়ে রাখা যাবে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব