• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শফিকুর রহমান

নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হবে না জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
সিরাজগঞ্জের ইসলামীয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের ইসলামীয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে। দুর্নীতি বন্ধ ও চুরির টাকা ফিরিয়ে আনা গেলে দেশের চেহারা বদলে যাবে। জামায়াত দুর্নীতিমুক্ত দেশ গড়বে। 

এই জনসভায় জেলার বিভিন্ন আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ১০ দলীয় জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাদেরকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথাও বলেন।

গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে 'হ্যাঁ' মানে, কথা দিচ্ছি ওসমান হাদি তোমার হত্যার বিচার হবে। গণভোটে 'হ্যাঁ' মানে ১৪০০ শহীদের বিচার করা হবে। এই গণভোটে 'হ্যাঁ' মানে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। 'হ্যাঁ' মানে বাংলার জমিনে চাঁদবাজদের বরদাশত করা হবে না।

তিনি তার বক্তৃতার শেষ দিকে বলেছেন, ময়দানে অনেকে নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে গালি দেবেন, সমালোচনা করবেন, মেহেরবানি করে আপনারা কেউ কাউকে গালি দেবেন না।

ভিওডি বাংলা/ মো: দিল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য