• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানি কূটনীতিক

খামেনি বাঙ্কারে নন, নিরাপত্তার মধ্যেই আছেন

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনি। সংগৃহীত ছবি

ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞা ও আক্রমণাত্মক চাপের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই—এমনটাই দাবি করেছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

সাক্ষাৎকারে ইরানের এই কূটনীতিক বলেন, সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে ইরানকে অভ্যন্তরীণ সংকটে রয়েছে—এমন একটি চিত্র উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে বাস্তবে পরিস্থিতি নিরাপত্তা বাহিনী ও জনগণের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মোসায়েব মোতলাঘ দাবি করেন, বিক্ষোভের প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম ও নমনীয়তা দেখিয়েছে। তবে পরে বিদেশে অবস্থানরত ‘নিয়ন্ত্রক ও প্রভুদের’ নির্দেশনায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন শহরে নাশকতা চালায়। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তার ভাষ্য অনুযায়ী, এসব সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী।

তিনি আরও বলেন, বিক্ষোভে বিদেশি নাগরিকদের সরাসরি অংশগ্রহণ খুবই সীমিত ছিল। তবে ইরানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, অনেক বিক্ষোভকারী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ানো তথ্যের প্রভাবে উসকানি পেয়েছে।

অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিশেষ করে বিমানবাহী রণতরী বহর পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইরান পুরোপুরি প্রস্তুত।’ তার দাবি, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় ইরানের সক্ষমতা রয়েছে।

খামেনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন বা বাঙ্কারে লুকিয়ে আছেন—এমন অভিযোগ নাকচ করে কনসাল জেনারেল বলেন, সর্বোচ্চ নেতা নিয়মিত ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। নিরাপত্তা ব্যবস্থা থাকা স্বাভাবিক বিষয়, তবে তিনি কোনোভাবেই আত্মগোপনে নেই।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন