• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন একা নয়, ওরাই একা হয়ে গেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পি.এম.
মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা। সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন এখন আর একা নয়; বরং তারা একা হয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি। অথচ দেশপ্রেমের কথা বলে তারা গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। আমরা সরল মনে রাজনৈতিক পথে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারা নানামুখী ষড়যন্ত্রের জাল তৈরি করেছে। যারা ইসলামের নাম ব্যবহার করে এসব ষড়যন্ত্র করেছে, তারা কখনোই শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না।

তিনি বলেন, তারা (জামায়াত) ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলামপ্রিয় মানুষ তাদের ছেড়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে তারা এখন রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে।

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে থাকা অন্যান্য ইসলামী দলের অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে তারা প্রার্থী দেয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে। অর্থাৎ অন্যদের আটকে দিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।

সভায় তিনি মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা