• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ এ.এম.
ঘন ধোঁয়াশায় ঢাকার আকাশ-ছবি-ভিওডি বাংলা

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় রাজধানীবাসীর জন্য স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্যমতে, ঢাকার বায়ুদূষণ স্কোর ২৯৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অপরদিকে কলকাতার দূষণ স্কোর ২০৮, যা সেখানকার বায়ুর মানকেও ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা আরও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বুধবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৮৬। তালিকায় এর পরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, যেখানে স্কোর ২৮০।

এ ছাড়া আগাখান একাডেমী এলাকায় AQI স্কোর ২৬৪, কল্যাণপুরে ২৫৯, সাভারের হেমায়েতপুরে ২৫৭, ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায় ২৫০, মহাখালীর আইসিডিডিআরবি এলাকায় ২৪৩, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৩৬, গুলশান-২ এর রব ভবন এলাকায় ২২৯ এবং তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকায় ২০৫ রেকর্ড করা হয়েছে। এসব এলাকাতেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শুষ্ক মৌসুমের কারণে ঢাকার বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা