• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ক্যাম্পাস প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (admission.ruet.ac.bd) এই ফলাফল প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার, রুয়েটের নিজস্ব ক্যাম্পাস এবং ঢাকার বুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৮,২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫,৫৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে মিলিয়ে গড় উপস্থিতির হার ছিল ৮৫.১৭ শতাংশ।

রাজশাহীর রুয়েট কেন্দ্রে ৬,৮৭৮ জন পরীক্ষার্থী (৮১.১৪ শতাংশ) এবং ঢাকার বুয়েট কেন্দ্রে ৮,৬৮৯ জন পরীক্ষার্থী (৮৮.৬৬ শতাংশ) উপস্থিত ছিলেন।

এই বছর ভর্তি পরীক্ষা দু'টি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং ইংরেজি বিষয়ের ৪০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাদের রোল নম্বর ব্যবহার করে বিস্তারিত ফলাফল ও মেধা তালিকা দেখতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, দ্রুত ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত হতে পারবেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রতিটি পরীক্ষার্থীর রোল নম্বর ও গ্রুপভিত্তিক ফলাফলও প্রকাশ করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য হিসেবে কাজ করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি
ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি
দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি
মাহফুজ আলম দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি