• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পি.এম.
আমিনুল হক মিরপুর পল্লবীতে গণসংযোগে অংশ নেন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মিরপুর পল্লবীতে রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে গণসংযোগে অংশ নিয়েছেন ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। ধানের শীষ প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণায় বলেন, নির্বাচিত হলে তার মূল লক্ষ্য হবে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা। 

তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে মানুষের জন্য মানবিক বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী লীগ যেভাবে অতীতের সময়ে অত্যাচার করেছে, আমরা তা করতে চাই না।”

এ সময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রীর ও সন্তানের মৃত্যুর পরও স্বজনকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাকে নিন্দা জানান। তিনি আরও বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।

বৃহত্তর ঢাকা-১৬ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রার্থী আমিনুল হক সরাসরি মানুষদের সঙ্গে মিলিত হয়ে তাদের সমস্যা শুনেছেন এবং ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের আহ্বান জানান।

তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে তার দল এবং সমাজে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠা হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব