• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাহিদ ইসলাম:

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষদিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পি.এম.
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান হবে। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকায় ভোটের প্রচারের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি পক্ষ তাদের কর্মী ও সমর্থকদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, কিন্তু এসব চেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন।”

তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, “নির্বিঘ্নে ভোট দিন এবং বিবেচনা করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন। এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।” নাহিদ ইসলাম ভোটারদের প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হওয়ার জন্য সতর্ক থাকতে বলেন।

তিনি বলেন, “চিন্তাভাবনা করে এমন প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা রাজনীতিতে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব