• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
খিলগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা ৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা ৯ এর উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমার মূল লক্ষ্য। 

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড নাকদার পারে নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এবং আপনাদের ঘরের ছেলে হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলিগলিতে আমি বিচরণ করেছি। অনেকের সঙ্গে রাজনৈতিক, অনেকের সঙ্গে ব্যক্তিগত এবং অনেকের সঙ্গে সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়েই আপনাদের সামনে এসেছি।

তিনি বলেন, আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন, স্নেহ করেন, পরামর্শ দেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে সামনে রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। দলমত নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর, যারা দেশের কল্যাণ চায় এবং ঢাকা ৯–এর উন্নয়ন চায়, তাদের সবাইকে নিয়ে কাজ করব।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়, তাহলে আমি গর্বের সঙ্গে আমার দলকে বলতে পারব ঢাকা ৯ এ ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। তখন এলাকার মানুষের দাবিকে দল উপেক্ষা করতে পারবে না।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন,  আমি ৩৮ বছর রাজনীতি করছি। আপনারা জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি হয়ে থাকে, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে আপনাদের ঘরের সন্তান হিসেবে ভোট দাবি করতে পারি।

হাবিব বলেন, বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের বাংলাদেশ শুধু বিএনপির হবে না, যারা দেশের কল্যাণ চায় তাদের সবার বাংলাদেশ হবে।

দলের ভেতরে শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, আমার দলের কোনো নেতাকর্মী খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না। স্বল্পমেয়াদে কেউ সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে খারাপ কাজের ভবিষ্যৎ নেই।

আমার দলের কেউ যদি অন্যায় দুর্নীতির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিবে দল। এবং এই এলাকার কেউ যদি আপনাদেরকে ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমি করব।

নিজের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম, শতাধিক মামলা ছিল, সাতবার কারাগারে গিয়েছি। তারপরও বলছি আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

ঢাকা ৯ আসনের সমস্যা তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা রয়েছে। আমরা কি সিটি কর্পোরেশনের নাগরিক নই? আমাদের কি এসব পাওয়ার অধিকার নেই? আমাকে যদি কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের সাথে নিয়ে এসব সমস্যার সমাধানের জন্য কাজ করব।

তিনি বলেন, নির্বাচনের আগে সবাই আসে কিন্তু পরে আর পাওয়া যায় না আমি তেমন হতে চাই না। “আমি মাদারটেকেই থাকি। এই এলাকার রাস্তায় রাস্তায় ঘুরব, আপনারা আমাকে রাস্তায়ই পাবেন। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব