• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪০ লাখ টাকার ক্ষতি

রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১২টি ঘর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই হানিফ আলী ও তার তিন পুত্রের ঘরসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

চরাঞ্চল হওয়ায় পানি ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কাউনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত হানিফ আলী বলেন, ‘কীভাবে বাড়িতে আগুন লেগেছে আমরা কিছুই জানি না। আমাদের সবকিছু পুড়ে গেছে, আমরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।’

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে আরও সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।’

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা