সিইসি নাসির উদ্দিন
কূটনীতিকরা আস্থাশীল, নির্বাচন সুষ্ঠু হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়। এখানে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ নেই। এ বিষয়টি কূটনীতিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে। তারা এতে সন্তুষ্ট এবং আস্থাশীল যে কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনা খুবই সুন্দর হয়েছে। উপস্থিত সব কূটনীতিক এতে অংশ নেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও ছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং কী কী কার্যক্রম পরিচালনা করেছে, তা বিস্তারিতভাবে তাদের জানানো হয়েছে।
তিনি বলেন, যেসব রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা সবাই সন্তুষ্ট। তারা বিশ্বাস করেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
কূটনীতিকরা কোনো পরামর্শ দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তারা কোনো পরামর্শ দেননি, তবে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন।
তিনি জানান, কূটনীতিকরা পোস্টাল ভোটের পদ্ধতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, জনবল ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা এবং এসব কার্যক্রম কার তত্ত্বাবধানে পরিচালিত হবে—এসব বিষয়ে জানতে চান। কমিশনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে ফিরে যেতে পারেন।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আনসার বাহিনী মোতায়েন করা হবে। ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ







