• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পি.এম.
ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অভিযানে চোরাই মোবাইল ও সরঞ্জামাদি উদ্ধার-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর পল্টন এলাকা থেকে মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সরঞ্জাম, সফটওয়্যার, ল্যাপটপ ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. আসাদুজ্জামান (৩৮)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৭:১০ ঘটিকায় গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ড মার্কেটের কাছে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে তা কোম্পানির নির্দিষ্ট IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে।

অভিযানকালে আসাদুজ্জামানের হেফাজত থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মোবাইল ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ IMEI পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে প্রায় ১০-১২ জন সদস্য রয়েছেন, যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা এসব মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

ডিবি সাইবারের এক কর্মকর্তা বলেন, “IMEI নম্বর পরিবর্তন এবং চোরাই মোবাইল বিক্রির ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার জন্য আমরা বারবার জানাচ্ছি। এই ধরনের অপরাধ আটকাতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।”

গ্রেফতারকৃত আসাদুজ্জামানকে এখন পল্টন থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্তকারীরা আশাপ্রকাশ করেছেন, এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের ধরা হবে।

এ ধরনের অপরাধের মাধ্যমে চোরাই মোবাইল বাজারে প্রবেশ করানো হয়, যা সাধারণ ব্যবহারকারীর নিরাপত্তা এবং বাজারের স্বাভাবিক নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলে। তাই পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে।

ভিওডি বাংলা-তানজু হাবিবা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা