• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিটার্ন টিকিট না কেটে-ই মধ্যরাতে দেশ ছাড়লেন বুলবুল

স্পোর্টস ডেস্ক    ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ এ.এম.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি-ভিওডি বাংলা

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা দৃঢ়ভাবে অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিসিবি সভাপতি।

সূত্র জানায়, বুলবুল সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া সফর করেন এবং এবারও তেমনটাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রোববার বিকেল থেকেই বুলবুল দেশ ছাড়ছেন-এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তখন এসব প্রতিবেদনকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে তিনি জানান, বিসিবিতে কাজের চাপ থাকায় তার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই।

রোববার গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আজ সারাদিন অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও করব। এখন বিসিবিতে অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো নিয়েই ব্যস্ত আছি। কোথা থেকে এসব খবর আসে, আমি জানি না। ফলস নিউজ আমাদের কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

তবে এসব বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে তিনি দেশ ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানায়, ‘হ্যাঁ, তিনি আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

বুলবুলের এই আকস্মিক দেশত্যাগ এমন এক সময়ে ঘটল, যখন দেশের ক্রিকেট প্রশাসন একাধিক সংকট ও বিতর্কে টালমাটাল অবস্থায় রয়েছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন।

বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতের বিপক্ষে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত পরশু পদত্যাগ করেছেন বোর্ডের আরেক পরিচালক। আরও দুজন পরিচালক শিগগিরই পদত্যাগপত্র দিতে পারেন—এমন গুঞ্জনও ক্রিকেটপাড়ায় শোনা যাচ্ছে।

সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনের ভেতরে যখন চরম অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময় বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনা নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। বিশেষ করে রিটার্ন টিকিট না কেটে দেশ ছাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়ামোদিরা।

বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বুলবুলের সফরের উদ্দেশ্য কিংবা মেয়াদ সম্পর্কে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ