অস্ট্রেলিয়া যাত্রার গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবিতে হাজির বুলবুল

গতকাল সন্ধ্যা থেকেই ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে—বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। রাতভর এ নিয়ে আলোচনা চললেও বিসিবির একাধিক পরিচালক দাবি করেন, তিনি দেশেই অবস্থান করছেন। এমনকি গতকাল ঢাকা পোস্টকে বুলবুল নিজেও বলেন, ‘আমি দেশেই আছি, কোথাও যাচ্ছি না। যাওয়ার কোনো পরিকল্পনাও নেই।’
সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক এগারোটার দিকে বিসিবি কার্যালয়ে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। এ সময় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের চারপাশে তাকে পায়চারি করতে দেখা যায়। পরে নিয়মিত অফিসিয়াল কার্যক্রমেও অংশ নিতে দেখা গেছে বিসিবি সভাপতিকে।
উল্লেখ্য, পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠিন সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে বিসিবির সেই দাবি মানেনি আইসিসি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
এই সিদ্ধান্তের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। এর পাশাপাশি বিসিবির অন্দরেও চলছে অস্থিরতা। বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেন। এছাড়া আরেক পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেছেন।
এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা আজ তার বিসিবিতে উপস্থিতির মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট হয়েছে।
ভিওডি বাংলা/ এসআর/ আরিফ







