• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পি.এম.
সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় পথসাপায় বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে মানুষের দুঃখ, কষ্ট ও চাহিদা নিজের দুঃখ মনে করেন। এসব দূর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। 

 সোমবার (২৬) জানুয়ারি রাজধানী সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসাপায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আমি প্রতিনিয়ত হেঁটে বেড়াই। ভাঙা রাস্তা, সংকীর্ণ পথ, ভরাট খাল সবই আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা শুধু আমাদের ন্যায়সম্মত অধিকার চাই।

তিনি আরও জানান, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে বড় চাহিদা রয়েছে। এলাকার জন্য আরও হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হাসপাতালের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, মাঠ ও ইনডোর আউটডোর খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

হাবিব প্রতিশ্রুতি দেন, “আমি সকাল-বিকাল এলাকায় থাকবো, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবো। আমার সঙ্গে দেখা করতে কোন রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না। এলাকার মানুষ তাদের ন্যায়সঙ্গত অধিকার পাবেন।

এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন এবং বলেন, এলাকায় যে অন্যায় হচ্ছে, তা আমি পর্যবেক্ষণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

হাবিব আরও বলেন, “আমাদের দলীয় নেতাকর্মীদের আচরণে যেন কোনো ভোটার কষ্ট না পায়, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আমাদের রাজনীতি হবে দেশপ্রেম ও এলাকার মানুষের কল্যাণকে কেন্দ্র করে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে  তিনি বলেন, “আপনারা যদি আমার দিকে নজর রাখেন, আমি আপনাদের আশা ও আস্থা বাস্তবায়ন করতে কাজ করবো।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব