• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদত্যাগের সিদ্ধান্ত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য (ইএম) পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার প্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিপুল প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাস নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ একাধিক প্রস্তাব তিনি প্রশাসনের কাছে দিয়েছেন।

তিনি দাবি করেন, সর্বশেষ আলোচিত সেন্ট্রাল ফিল্ডে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। সেখানে সিসি ক্যামেরা না থাকায় নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে। নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারেন না এবং হেনস্তার শিকার হন।

সর্বমিত্র আরও বলেন, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফেরত আসে। ফলে ওই দেয়াল টপকে বহিরাগতরা নিয়মিত ক্যাম্পাসে প্রবেশ করছে।

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মাসে, যখন চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। তিনি স্বীকার করেন, তার পদ্ধতি ভুল হতে পারে, তবে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তার মনে হয়েছে।

তিনি বলেন, ‘আমার চিন্তা-ভাবনার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা চেষ্টা করেছি সমাধানের, এমনকি নিজের দায়িত্বের বাইরেও গিয়েছি। কিন্তু আইন তো আইনই। পরিস্থিতি মোকাবেলায় আইনগত সীমা অতিক্রম করতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে বিষিয়ে তুলেছে।’

সর্বমিত্র চাকমা জানান, তিনি কোনো অভিমান বা প্ররোচনায় নয়, বরং দায়িত্ব পালনের বাস্তবতার কথা বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘যেখানে কাজ করা কঠিন নয়, বরং অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে পদ ধরে রাখার কোনো অর্থ নেই।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলে ৬৭ নম্বরে তারেক রহমান
সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিং ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলে ৬৭ নম্বরে তারেক রহমান