• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়া নিজেই নিজেকে গড়ে তুলেছেন: দুদু

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পি.এম.
প্রেসক্লাবে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেন দুদু-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে খালেদা জিয়া নিজেই নিজেকে একজন মহান নেত্রী হিসেবে গড়ে তুলেছেন। তার নেতৃত্ব কোনো কৃত্রিম প্রক্রিয়ার ফল নয়, বরং স্বাভাবিকভাবেই তার ভেতরে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দুদু বলেন, বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন-এ কথা বলা হলেও বাস্তবে তিনি কখনো রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলেন না। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি মানুষ জন্মসূত্রেই রাজনৈতিক। তিনি রাজনীতি না করলেও রাজনীতির চেতনাই তাকে নেতৃত্বে নিয়ে এসেছে।রাজপথের আন্দোলন, গণঅভ্যুত্থান ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বেগম খালেদা জিয়াকে বিশ্বমানের নেত্রীতে পরিণত করেছে।

মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, গান্ধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ছিলেন না। আর খালেদা জিয়া আন্দোলন করেছেন, স্বৈরাচার পতন ঘটিয়েছেন এবং নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নন, তিনি আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার নিপীড়িত মানুষের সঙ্গে তুলনীয় একজন গণতান্ত্রিক নেত্রী। রাষ্ট্রপতির স্ত্রী থাকা থেকে রাজপথে টিয়ার গ্যাস খেয়ে কর্মীদের সঙ্গে বসে থাকার-দুই জীবনই তিনি দেখিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। বিশ্বাস ও আদর্শ থেকে তিনি কখনো একচুলও সরে যাননি। বন্দি অবস্থায় সন্তান হারানোর মতো নির্মম ঘটনাও তাকে আপস করাতে পারেনি।

দুদু আরও বলেন, শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি হিসেবে তারেক রহমান ইতোমধ্যেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুটি সফল নেতৃত্বের পর দেশের দায়িত্ব নিতে চাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হলেও জনপ্রিয়তায় তিনি পিতা-মাতার কাছাকাছি পৌঁছেছেন বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মওদুদ আহমদের প্রসঙ্গ টেনে দুদু বলেন, শহীদ জিয়ার মন্ত্রিসভার সদস্য থাকা সত্ত্বেও মওদুদ আহমদ বিভিন্ন সময় বিএনপিতে আসা-যাওয়া করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া কখনো কাউকে আটকে রাখেননি বা বিদ্বেষ পোষণ করেননি। কেউ কাজ করতে চাইলে তিনি সুযোগ দিয়েছেন, না পারলে সেটি তার ব্যর্থতা-নেত্রীর নয়।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাকে খাটো করার সমালোচনা করে তিনি বলেন, রবীন্দ্রনাথ বা নজরুলের সার্টিফিকেট দেখে কেউ তাদের বিচার করে না। কাজ ও নেতৃত্বই একজন মানুষকে বড় করে-এটাই সত্য।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন ইবনে মইন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার সহ আরো অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব