• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষের মিলনমেলা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিএনপিতে যোগদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হলো এক বিশাল মিলনমেলা ও নির্বাচনী পথসভা। 

তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর হাজার হাজার কর্মী সমর্থকরা বিএনপিতে যোগদান করেন।

সোমবার (২৬ জানুয়ারী) মধুপুরে উপজেলা বিএনপি আয়োজিত এ পথসভায় আনোয়ার হোসেন ও জয়নাল খান বাবলু'র নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনী পথসভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি তার বক্তব্যে বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়াই আজ সময়ের দাবি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউছুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির মনোনীত প্রার্থীর বিকল্প নেই। মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পথসভা শেষে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পুরো এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন আয়োজকরা।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে