রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী শেখের দাফন সম্পন্ন

কুষ্টিয়া কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী শেখ (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) জোহর নামাজের পর তেবাড়িয়া ঈদগাহ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুমারখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের তেবাড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী শেখ তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যুবরণ করেন। মরহুমের এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ







