• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ হাবিব:

নির্বাচনকে অবহেলা করলে নাগরিক হিসেবে অকৃতজ্ঞ হবো

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ এ.এম.
দক্ষিণগাঁও ও পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ১২ফেব্রুয়ারির নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক সুযোগ। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। এই নির্বাচনকে অবহেলা করলে আমরা এ দেশের নাগরিক হিসেবে অকৃতজ্ঞ হবো।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা-৯ আসনের ৭৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও ও পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য স্বামী, পরিবার ও স্বাধীনতা হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে ছিলেন ।

হাজার হাজার সহযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেককে আজও ফিরে পাইনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও আমাদের সহযোদ্ধারা আত্মত্যাগ করেছেন। আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সপরিবারে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হাবিব বলেন, তিনি দীর্ঘ ৩৮ বছর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 ছাত্রদল ও মহানগর পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি এলাকায় একজন কর্মী থেকে আজকের অবস্থানে এসেছি। রাজনীতিতে কখনো প্রতিহিংসার পথে হাঁটিনি, আগামীতেও হাঁটব না।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি এলাকাকে গড়ে তুলতে চান। আমরা নাগরিক হিসেবে বড় কিছু চাই না, শুধু আমাদের প্রাপ্যটুকু চাই। আর সেই অধিকার অর্জন করতে হলে ব্যালটের মাধ্যমেই জিততে হবে।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, আগামীর ঢাকা হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত। আমরা একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক ঢাকা গড়তে চাই, যেখানে সবাই গর্ব করে বলতে পারবে এই ঢাকা আমার, আপনার, আমাদের সবার। 

তিনি আরও বলেন, অতীতের পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হয়ে থাকি, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমাকে আবারও পরীক্ষা নিন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব