• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশিফা আশরাফি পাপিয়া:

জামায়াতের “বিজয় সুনিশ্চিত” দাবি ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পি.এম.
বিএনপির সাবেক এমপি পাপিয়া-ছবি-ভিওডি বাংলা

বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, ধানের শীষের প্রচারণার বিপুল জোয়ার দেখে জামায়াত নেতারা উৎকণ্ঠায় ভুগছে এবং বিজয় নিশ্চিত দাবি করছে। পাপিয়া বলেন, “জামায়াত কীভাবে ধানের শীষের জোয়ারকে প্রতিহত করবে, তা তারা ভাবছে। তবে কোনো দল আগে থেকেই বিজয় নিশ্চিত বলে ঘোষণা করতে পারবে না।”

তিনি ২০০৮ সালের নির্বাচনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সেদিনের ভোট প্রক্রিয়ার মতো পরিস্থিতি কি পুনরায় তৈরি হবে, সেটি স্পষ্ট নয়। পাপিয়া গ্রামীণ ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব নেতাদের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বের সঙ্গে তুলনা করে বলেন, রাজনৈতিক প্রভাব নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো নীল নকশা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

পাপিয়া জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, জনগণ যদি ভোটাধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারে, তখনই প্রকৃত বিজয় নিশ্চিত হবে। তিনি পুনর্বার উল্লেখ করেন যে, “সুনিশ্চিত বা অনিশ্চিত কোনো গ্যারান্টি নেই।”

তিনি ৯৯৯ হেল্পলাইন ব্যবহারের প্রসঙ্গও তুলে ধরেন। পাপিয়া বলেন, যারা আইডি কার্ড, স্বাক্ষর বা ফোন নম্বর সংগ্রহ করেছে, তাদের বাড়িতে যাচাই করতে হবে; যদি না করা হয়, ৯৯৯-এ ফোন দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। তিনি প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, “গুপ্ত বা বর্ণনাভিত্তিক কর্মকাণ্ড আমি চাই না। সবাই খোলাখুলি রাজনীতি করুক।”

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। নির্বাচনী সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব