• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ পি.এম.
গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর রওনা হয়-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর রওনা হয়।

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দুপুরে জনসভায় তার বক্তব্যের আয়োজন রয়েছে। ইতোমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং জনসভার সব আয়োজন সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

জনসভায় অংশ নিচ্ছেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া, চার জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে দলের চেয়ারম্যানের মাধ্যমে।

এর আগে, ২০০৩ সালে রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান। জনসভা দলীয় সমর্থন জোগাড়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব