• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা:

দেশে সমর্থক নেই, দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ'লীগ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণে বক্তব্য জাহাঙ্গীর-ছবি-ভিওডি বাংলা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশজুড়ে সমর্থক না থাকায় ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের রাজধানীতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এর ফলে নির্বাচন ভণ্ডুল বা অস্থির হওয়ার আশঙ্কা নেই। পাশাপাশি তিনি দেশের বাইরে থাকা আওয়ামী নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

কারাগারের অবস্থার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যাপ্ত জায়গার অভাবে শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, কারাবন্দিদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করে তাদের সমাজে ফেরানো রাষ্ট্রের দায়িত্ব।

জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বপালন করে, তবে সে শুধু আইন ভঙ্গ করে না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বলতা সৃষ্টি করে। তিনি বলেন, কারা সদস্যরা জনগণের করের টাকায় নিয়োজিত, তাই তাদের একমাত্র ব্রত হওয়া উচিত জনকল্যাণ।

দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাসও ক্ষুণ্ণ করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪