• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব আর নেই

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পি.এম.
ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব। সংগৃহীত ছবি

কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব আর নেই। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অনন্ত কুমার দেব ১৯৫৩ সালের ১৬ মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা প্রফুল্ল বালা ও বাবা যতীন্দ্রনাথ দেবের হাতেই সংগীতে তার হাতেখড়ি। ছোটবেলা থেকেই সংগীতচর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা এই শিল্পী ভাওয়াইয়া, লোকগীতি ও গ্রামবাংলার গানে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, রংপুর আঞ্চলিক কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার দরদভরা কণ্ঠ ও গায়কী ভাওয়াইয়া গানের ভা-ারকে সমৃদ্ধ করেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

প্রয়াত শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় তার নিজ গ্রাম দেবালয়ের শ্মশানে  অনুষ্ঠিত হয়।  
প্রয়াত শিল্পী অনন্ত কুমার দেবের মৃত্যুতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাব ও প্রেসক্লাব রাজারহাটসহ সকল সাংবাদিকগণ বিদেহীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা