• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাপ্রধানের আহ্বান:

ভোটে নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
ওয়াকার-উজ-জামান রংপুরে নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নাগরিকবান্ধব আচরণের গুরুত্ব তুলে ধরেন-ছবি-ভিওডি বাংলা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক ও বেসামরিক প্রশাসনকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে এবং দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাত নয় নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় তিনি আরও বলেন, নাগরিকবান্ধব আচরণ নির্বাচনের প্রক্রিয়াকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

মতবিনিময় সভার শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনী দায়িত্বে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি সব সেনা ও প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন যে, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পাশাপাশি জনগণের প্রতি সদয় ও সহযোগী মনোভাব রাখা জরুরি।
সেনাপ্রধানের এ আহ্বান দেশের নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যকে শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪