• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামুনুল হক

জুলাই অভ্যুত্থানের সুফল জনগণের ঘরে পৌঁছাতে ঐক্যবদ্ধ জোট

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
মাওলানা মামুনুল হক সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ১১-দলীয় জোটের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও এর সুফল জনগণের ঘরে পৌঁছে দেওয়াই তাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-৩ আসনের জোটপ্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশের রাজনীতি কেবল লুটপাট ও দুর্বৃত্তায়নের আশ্রয়ে পরিচালিত হয়েছে। তিনি বলেন, “অতীতের রাজনৈতিক দলগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আজ সারাদেশে ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনীতিতে দুর্বৃত্তায়নের রাজনীতি অতীতের ইতিহাস। ক্ষমতায় যাওয়া দলগুলো কেবল নিজেদের ভাগ্য পরিবর্তন করে, জনগণের জন্য কিছুই করে না। এই অব্যবস্থাপনা দূর করার সময় এসেছে।”

বক্তব্যের শেষ দিকে মামুনুল হক বলেন, ৫৪ বছরের পুঞ্জীভূত অনিয়ম ও লুটপাট বন্ধ করতে ১১-দলীয় জোট কাজ করে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এবং দেশকে শুদ্ধ রাজনৈতিক পথে নেওয়ার জন্য এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব