• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আটক ৫

ডাসারে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ১০:২২ পি.এম.
ডাসারে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলা সংলগ্ন মাদারীপুর সদর খামারবাড়ি এলাকা ও ডাসার উপজেলার পূর্ব মাইজাপাড়া এলাকায় গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানাগেছে,ডাসার উপজেলা সংলগ্ন  এলাকা মাদারীপুর সদর খামারবাড়ি এলাকা ও ডাসার উপজেলার পূর্ব মাইজাপাড়া এলাকায় দেশীয় অস্ত্র মাদকসহ একদল দুষ্কৃতিকারী অবস্থান করছেন, খবরে সেনাবাহিনী ও মাদারীপুর ডাসার আর্মি ক্যাম্প,৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ানের ক্যাপ্টেন মাইনুল ইসলাম খান ও লেফটেন্যান্ট মেহতাব এর নেতৃত্বে ও পুলিশের যৌথ  দল অভিযান চালায়।অভিযানে নগদ ২৩০৬ টাকা,৫ পিস ইয়াবা ট্যাবলেট,৭ টি স্মার্ট ফোন, ৫ টি বাটন ফোন,৮ টি দেশীয় অস্ত্র, ১টি ডেবিট কার্ড,১ টি পাসপোর্ট,২ টি অবৈধ  জাতীয় পরিচয় পত্র ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য  উদ্ধার করা হয়েছে। এসময় ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মাদারীপুর সদর থানার জিকুরহাটি গ্রামের সালাম খা এর ছেলে সাইফুল ইসলাম (৩৪) একই গ্রামের মনজুর হোসেন খানের ছেলে হান্নান (৪৬), মকবুল শেখের ছেলে শিপন শেখ (৪০), মুজিব খানের ছেলে হানিফ খান (৩৬) ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে শিপন ফকির (৩০)।

সেনা সূত্রমতে জানাগেছে, অবৈধ, মাদক,চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে