• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বাদ পড়া ক্রিকেটের জন্য খারাপ বার্তা: ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক    ২৭ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়াকে ‘ক্রিকেটের জন্য খারাপ বার্তা’ হিসেবে অভিহিত করেছেন। নিজের ফেসবুক লাইভ সেশনে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং কখনোই এমন পর্যায়ে পৌঁছানো উচিত ছিল না।

ডি ভিলিয়ার্স মন্তব্য করেছেন, ‘আমি কোনও পক্ষ নিতে চাই না, বরং মাঝামাঝি অবস্থানেই আছি। এটি রাজনীতি এবং ব্যক্তিগত বিষয়ও যুক্ত। তবে বড় আসর থেকে একটি দলকে এভাবে বাদ পড়া ক্রিকেটের জন্য ভালো সংকেত দেয় না। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের বিষয়টি আগেই মীমাংসা করা উচিত ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটে রাজনীতি এতটা জড়িয়ে পড়া মোটেও ভালো নয়। সত্যিই এটি খুব দুঃখজনক।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ